নিজস্ব প্রতিনিধি ।। ৫৪তম মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় । ১৬ ডিসেম্বর সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসক মো. মোফাজ্জল হোসেন, জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান,পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল,আটঘরিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান,মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিষ্টার নাজিব মোমেনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
