ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

বাড়িতে চুরির সময় বাঁধা দেওয়ায় মালিককে কুপিয়ে জখম

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ৮, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি।। ঈশ্বরদীতে গভীর রাতে বাড়িতে চুরির সময় বাঁধা দিতে গিয়ে চোর দলের অস্ত্রের এলোপাতাড়ি কোপানোতে গুরুতর আহত হয়েছে বাড়ির মালিক মোঃ সাজেদুল হক (৬৫)। শনিবার (৭ ডিসেম্বর) রাত তিনটার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরতর আহত অবস্থায় বাড়ির মালিক সাজেদুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তাররা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় সাজেদুল হকের ছেলে মোঃ রাজিবুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে প্রতিদিনের মত সবাই ঘুমিয়ে পড়ে। রাত তিনটার দিকে ৫/৭ জন চোর হাতে অস্ত্র নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির মালিকের শয়নকক্ষের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বাড়িতে যা কিছু আছে তা দিয়ে দিতে বলে। এমতাবস্থায় তার চিৎকার চেঁচামেচিতে বাবা ও বড় ভাই বের হয়ে চোরদের প্রতিহত করার চেষ্টা করলে,চোরদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। বিষয়টি আঁচ করতে পেরে এলাকাবাসী একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে সেখানে জড়ো হলে চোররা দৌড়ে পালিয়ে যায়।
এবিষয়ে ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ থানায় জমা দেওয়া হয়েছে। পুলিশ চোরদের ধরতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।