ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত ২আসামি গ্রেফতার

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ২৩, ২০২৪ ৪:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

পাকশীর রুপপুরের আলোচিত যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সজিব ওরফে কাল্টন সজিবকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ।
আটক সজিব পাকশী পানির টাংকি মোড় এলাকার আবুল কাশেম ঘরামির ছেলে। উল্লেখ্য, মানিক হত্যা মামলায় সজিবসজ ৩ আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে।
এরআগে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী তৌফিক আহমেদ সুপ্ত ওরফে দিপু (২৪) কে গ্রেফতার করেছে র্যা ব । বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকশী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। র্যা ব-১২, সিপিসি-২ পাবনা এর আভিযানিক দল জানান,গ্রেফতারকৃত দিপু উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের শাহিন হোসেনের ছেলে।
বুধবার মধ্যরাতে র্যা ব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।