সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংহিতার জেরে বন্ধ হয়ে যাওয়া আন্তঃনগর ট্রেন চলাচলও শুরু হয়েছে। দীর্ঘ ২৮ দিন পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়। পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩ আগস্ট রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান জানিয়েছিলেন, বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে। এই ট্রেনের টিকেট বিক্রিও শুরু হয়েছে সোমবার থেকে। অন্য সব ট্রেন চললেও পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর আগে গত ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। আর মালবাহী ট্রেন চলাচল শুরু হয় তার একদিন আগে ১২ আগস্ট থেকে।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল অনেকাংশে বন্ধ হয়েছিল। কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর মধ্যে গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চললেও ৪ আগস্ট রাতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে।
