ঢাকাসোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীর পাতিবিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী শহরের পাতিবিল এলাকার একটি পুকুর থেকে মনসুর হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭) সেপ্টেম্বর সকাল পৌনে ১০টায় পাতিবিলের জাহিদুল ইসলামের পুকুর থেকে তার উদ্ধার করা হয়। মনসুরের পুরো ঠিকানা পাওয়া না গেলেও তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা যায়।

স্থানীয়রা জানান, সকালে পুকুরে লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। মনসুরকে বেশ কিছু দিন থেকে রেলগেট এলাকায় চলাফেরা করতে দেখা যেত। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। কিভাবে মনসুর পুকুরে এলো ও কখন তাঁর মৃত্যু হয়েছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না।