ঢাকাশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় ফিরোজ হোসেন (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। ২৫ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২টায় ঈশ্বরদী -কুষ্টিয়া  সড়কের জয়নগর শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিরকামারী গ্রামের হারেজ উদ্দিন প্রামানিকের ছেলে ও মিরকামারী রোজ বার্ড কিন্ডারগার্টেনের শিক্ষক ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিরোজ হোসেন মটর সাইকেল নিয়ে জয়নগর শিমুলতলা এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কে উঠার সময় ট্রাকের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা প্রথমে তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যান। পরে তাঁর অবস্থার অবণতি হলে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফিরোজ মারা যান।