ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে পৃথক পৃথক ভাবে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।  সোমবার সন্ধ্যার পর এই অভিযান পরিচালিত হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী আলম সরদার ওরফে লালু সরদারকে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পাকশী পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে দিয়ার বাঘইল গ্রামের আরব আলী বিশ্বাসের পুত্র সুমন হোসেনকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।

সাঁড়া ইউনিয়নের আসনা ঈদগাহ পাড়ার মৃত আছান মীরের পুত্র সজল মীরেকে ১০০ গ্রাম গাঁজাসহ সাঁড়ার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আটক হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার এদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।