ঢাকাশুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১
  • অন্যান্য

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঈশ্বরদী থানা পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ঈশ্বরদীতে থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ঈশ্বরদী থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান’র সভাপতিত্বে এ সময় রাখেন, প্রেসক্লাব সভাপতি এবং মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুনিল চক্রবর্তি, সাধারণ সম্পাদক গনেশ সরকার প্রমূখ।

শুক্রবারের এই মতবিনিময় সভায় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন।

সভায় ঈশ্বরদীর মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির, কর্মকারপাড়া মাতৃমন্দির, শিবশক্তি যোগমায়া মন্দির, হরে কৃষ্ণ সংঘ, স্কুলপাড়া বারোয়ারী পূজা কমিটি, রেলগেট মাতৃমন্দির, দাশুড়িয়া শ্মশান মন্দির কমিটিসহ ৩০টি মন্দির কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।