ঢাকামঙ্গলবার , ১২ মার্চ ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

৩২ বছর ৫ হাজার অনার্স শিক্ষক এমপিও বঞ্চিত

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১২, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । বেসরকারি অনার্স কলেজের হাজার হাজার শিক্ষক ৩২ বছর ধরে এমপিও বঞ্চিত হয়ে কঠিন ও মানবেতর জীবন যাপন করছে ।দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে উচ্চ শিক্ষা গ্রহন করা তাদের যেন জীবনের জন্য অভিশাপ হয়ে দাড়িয়েছে । এ অবস্থায় বেসরকারি কলেজের সাড়ে ৫ হাজার অনার্স মাস্টার্স শিক্ষক তাদের পরিবার পরিজন নিয়ে দিশেহারা । তাদের অনেকেই বিনা বেতনে চাকুরী করতে করতে অবসর গ্রহন করেছে। আবার কেউ পরপারে পাড়ি জমিয়েছে,আবার কেউ বা অবসরে যাওয়ার অপেক্ষায় রয়েছে । একবার ভাবুন তো এদের জীবনের কথা,পরিবারে কথা । এরা না পেরেছে চাকুরী ছেড়ে যেতে না পেরেছে অন্য কোন কাজ করতে । এ কঠিন ও নিষ্ঠুর পৃথিবীতে রাজা,বাদশা,মন্ত্রী ,এমপি,আমলা কেউ যেন নেই তাদের দিকে নজর দেওয়ার মতো ।