ঢাকামঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
  • অন্যান্য

 স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২১ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) হেলিকপ্টারযোগে ঈশ্বরদীতে এসে রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করেন।প্রতিনিধিদল প্রকল্পের কাজের অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত সমন্বিত বৈঠকে অংশগ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেনেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল টি এম জুবায়ের, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের কর্ণেল ষ্টাফ কর্ণেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন প্রমূখ। পরিদর্শন শেষে প্রতিনিধিদল বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে গেছেন।

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, এটি সম্পূর্ণ সরকারি কর্মসূচী। পুরো বিষয়গুলো সংশ্লিষ্ট প্রশাসন নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করেছেন।