ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৬

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ১৮, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। রোববার রাতে বাগাতিপাড়া উপজেলার ভেতরভাগ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে । এ ঘটনায় মামলা হলে পুলিশ রাতেই সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সমর্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হাকিমকে আটক করেছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান জানান, নাটোর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থকদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটের আঘাতে নৌকার সমর্থক মোস্তাফিজুর রহমান, মনির হোসেন এবং স্বতন্ত্র সমর্থক আরিফ ও বাবুসহ উভয়পক্ষের মোট ছয়জন আহত হন।
তিনি জানান, রাতেই নৌকার সমর্থক আল আমিন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ৫-৭ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পর ভেতরভাগ বাজার থেকে সাবেক এমপি আবুল কালাম আজাদ সমর্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হাকিমকে আটক করেছে।
এর আগে ফাগুয়ার দিয়ারের সাইলকোনা গ্রামে আবুল কালাম আজাদ সমর্থকদের ওপর হামলার অভিযোগে জানু ফকির নামে স্বতন্ত্র প্রার্থীর কর্মী বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুলের অনুসারী ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন।