ঢাকারবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১
  • অন্যান্য

পাকশী হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির চালক,সহকারী চালকদের সচেতনতা বৃদ্ধি ও যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ই সেপ্টেম্বর) সকালে পাকশী হাইওয়ে থানার আয়োজনে দাশুড়িয়া জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভারভ্যান শ্রমিক ইউনিয়ন শাখা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাকশী হাইওয়ে থানার ইনর্চাজ খন্দকার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও এসআই জাহাঙ্গির আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন দাশুড়িয়া শাখার নব নির্বাচিত সভাপতি সরোয়ার হোসেন সরদার, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকু, পরিবহন মালিক, চালক ও হেলপারগণ উপস্থিত ছিলেন।

পাকশী হাইওয়ে থানার ইনর্চাজ খন্দকার শফিক ইসলাম চালক ও হেলপারদের উদ্দেশ্য বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি।