ঢাকাবুধবার , ১০ আগস্ট ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

হার্ডিঞ্জ ব্রীজের নিচে ভাঙ্গন পরিদর্শন করলেন বাপাউবো কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রীজের নিচে পদ্মা ভাঙ্গন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী কোহিনুর আলম।

বুধবার (১০ আগষ্ট) দুপুরে হার্ডিঞ্জ ব্রীজ এলাকা পরিদর্শন সময় তাঁর সঙ্গে ছিলেন পাবনা পনি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিন রেজাসহ কর্মকর্তা ও কর্মচারীগণ।

পরিদর্শন শেষে প্রকৌশলী কোহিনুর আলম বলেন, ভূমিকম্প, মাটির ক্ষয়সহ প্রাকৃতিক সকল দূর্যোগ মোকাবেলা করে ১০০ বছর ধরে ঠিকে আছে এই হার্ডিঞ্জ ব্রীজ। পদ্মা অত্যন্ত খরস্রোতা  নদী। এই নদীতে প্রবাহিত পানির পরিমাণ বেশি থাকায় নদীর বালু চরের পাড় ভাঙছে, তবে এ বালুচর ভাঙলে ব্রীজের কোন ধরনের তি হবার সম্ভাবনা নেই। নদীর গভীরতা ও প্রশস্ততা এবং তলদেশে মাটির ধরন এসব কিছুর পরিা নিরীা করেই এ নদীর উপর নির্মাণ করা হয়েছে এই হাডিংঞ্জ ব্রীজ।

গত ৪ আগষ্ট বিভিন্ন গণমাধ্যমে পদ্মায় পানি বৃদ্ধি, হার্ডিঞ্জ ব্রীজের নিচে ভাঙ্গন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর  এ সংবাদ পর্যায়ক্রম প্রকাশ হয়। এরই পরিপ্রেক্ষিতে সরেজমিনে হার্ডিঞ্জ ব্রীজ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের  তত্বাবধায়ক প্রকৌশলী কোহিনুর আলম।