ঢাকাবৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পাকশীতে ইউনিয়ন কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর পাকশীতে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) পাকশী আওয়ামী লীগ অফিসে পাকশী ইউনিয়ন কৃষক লীগ এই বর্ধিত সভার আয়োজন করে।

প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ,

সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, কৃষক লীগের উপজেলা কমিটির আহ্ব্বায়ক ফজলুর রহমান মালিথা, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু মন্ডল, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা।

সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ।