ঢাকামঙ্গলবার , ৩১ মে ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

৪ জুন থেকে বুস্টার ডোজ ক্যাম্পেইন

বিশেষ প্রতিবেদক
মে ৩১, ২০২২ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ৪ থেকে ১০ জুন এই সাতদিনের যেকোনো দিন কাছের টিকাকেন্দ্রে বুস্টার ডোজ নেয়া যাবে।
মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
এতে বলা হয়, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেয়া যাবে।
সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় স্বাস্থ্য অধিদফতর।