নিজস্ব প্রতিনিধি ।। পাবনা জেলা জেলা প্রশাসক শাহেদ ১৩ জানুয়ারি মোস্তফা মঙ্গলবার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়,দাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,দাশুড়িয়া ইউনিয়ন ভূমি অফিসসহ ইউনিয়নের চলমান ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় প্রকল্প গুলোর অগ্রগতি,কাজের মান ও সেবাদান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজ-খবর নেন তিনি।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. শাহেদ মোস্তফা বলেন, “সরকারি উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম কিংবা গাফিলতির সুযোগ নেই। জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান ও সময়ের মধ্যে শেষ করতে হবে।” তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিসসহ ইউনিয়ন পর্যায়ের সব দপ্তরে সাধারণ মানুষের সেবা যেন হয় হয়রানিমুক্ত ও স্বচ্ছ—সেদিকে বিশেষ নজর দিতে হবে।”
এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেহাব উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার, সমাজসেবা অফিসার মোঃ আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
