ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম : চলছে কেমন ?

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ৮, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ঈশ্বরদী পৌর এলাকার স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭০০ জন এবং পাকশীর নতুন রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৬৮ জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হওয়া স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এই কর্মসূচির আওতায় বিদ্যালয় চলাকালীন প্রতিদিন প্রতিটি শিক্ষার্থীকে ২০০ মিলিলিটার করে ইউএইচটি প্যাকেটজাত দুধ খাওয়ানো হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রমটি চলবে ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, উপজেলা কৃষি অফিসার,উপজেলা প্রাণিসম্পদ অফিসার,বৈজ্ঞানিক কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার, এলএফএ ও এলএসপি উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়ন ও শারীরিক বিকাশে দুধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,কার্যক্রম শুরুর পর থেকে নিয়মিতভাবে শিক্ষার্থীদের মধ্যে দুধ বিতরণ করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দুধ খাওয়ানোর ফলে শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহ কিছুটা বেড়েছে। অনেক অভিভাবকও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে শিশুদের পুষ্টি ঘাটতি পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
তবে কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা সমস্যা রয়েছে কি না—তা জানতে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবকবৃন্দ ও ওয়াকিবহাল ব্যক্তিদের মতামত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। নিয়মিত তদারকি ও স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে এই মহতী উদ্যোগ সফল হবে—এমন প্রত্যাশা সবার।
উল্লেখ্য, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিমান উন্নয়নে সরকার পরিচালিত স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম দীর্ঘমেয়াদে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।