ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ঈশ্বরদীতে

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ৫, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ৪ জানুয়ারি সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮,৪ মাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে । ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান,সোমবার সকাল ৯টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস,যা আজ গোটা দেশের মধ্যে সর্বনিম্ন।
এর আগে গতকাল রবিবার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৯ ডিগ্রি এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্র আরো জানায়, মৃদু শৈত্যপ্রবাহ ও উত্তরের ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। সকাল থেকে সূর্যের দেখা না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কুয়াশার কারণে অনেকেই ঠিকমতো কাজে বের হতে পারছেন না। দুপুরের পর কুয়াশা কিছুটা কাটলেও সূর্যের তেজ না থাকায় শীতের প্রকোপ কমছে না। আবহাওয়া অফিস জানিয়েছে,আগামী এক সপ্তাহজুড়ে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও তাপমাত্রা আরো নিচে নামতে পারে।