ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন যুদ্ধজাহাজে নিউইয়র্কে নেওয়া হচ্ছে: ট্রাম্প

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ৪, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সকালে ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের
ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় নিউইয়র্কের পথে আছেন।
ট্রাম্প বলেন, ‘হেলিকপ্টারে করে তাদের জাহাজে নিয়ে যাওয়া হয়েছে। সুন্দর একটি ফ্লাইটে গেছেন- আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে তারা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে।’
মাদুরোর জন্য তিনি কী ধরনের ‘অফ-র্যাম্প’ বা বেরিয়ে আসার পথ রেখেছিলেন- এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘মূলত আমি বলেছি, তোমাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আত্মসমর্পণ করতে হবে।’
ফক্স নিউজকে ট্রাম্প আরও জানান, এক সপ্তাহ আগে তিনি নিজেই মাদুরোর সঙ্গে কথা বলেছেন।
তিনি বলেন, ‘এটি একটি খুব গুরুত্বপূর্ণ সংকেত ছিল। আমরা আলোচনা করেছি। আমি নিজেই তার সঙ্গে কথা বলেছি। কিন্তু আমি বলেছি, তোমাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আত্মসমর্পণ করতে হবে।’