জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, ভেনেজুয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তিনি সতর্ক করে বলেন, এই পদক্ষেপে ‘অঞ্চলটির জন্য উদ্বেগজনক প্রভাব’ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলার পরিস্থিতি যাই হোক না কেন, এসব ঘটনা একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে।’
এতে আরো বলা হয়, ‘মহাসচিব সব পক্ষের প্রতি আন্তর্জাতিক আইন; বিশেষ করে জাতিসংঘ সনদ পূর্ণভাবে মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়ে আসছেন।
আন্তর্জাতিক আইনের বিধিবিধান মানা হয়নি বলে এ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’
তিনি মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান রেখে ভেনেজুয়েলার প্রতি ‘অন্তর্ভুক্তিমূলক সংলাপে’ অংশ নেওয়ার আহ্বান জানান।
এদিকে, কলম্বিয়ার অনুরোধে এবং রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
