ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

প্রাণ কোম্পানির খাবার খেয়ে ৩০ শ্রমিক অসুস্থ

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ৩, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে প্রাণ কোম্পানিতে খাবার খেয়ে ৩০ শ্রমিক অসুস্থ্য হয়েছেন। অসুস্থ শ্রমিকরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অবস্থা দেখা যায়।
অসুস্থ শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার বড়ইচারায় অবস্থিত প্রাণ কোম্পানির বঙ্গ মিলার্স লিমিটেডে রাতের খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই একটি ফ্লোরের প্রায় ৩০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনায় কোম্পানির আবাসিক মেডিকেল অফিসার তাদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অসুস্থ শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসে।