ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মহাকালের অনন্ত যাত্রায় গনতন্রের প্রিয় অভিভাবক বেগম খালেদা জিয়া

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ৩১, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের রাজনীতির আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটার সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জানাজাস্থলে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ,বিভিন্ন ফাকা জায়গা,ব্রিজ,ফ্লাইওভার ও বাড়ির ছাদে দাড়িয়ে যায় । রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের ঢল নামে জানাজায়। আবেগঘন পরিবেশে জাতি বিদায় জানায় তাদের প্রিয় নেত্রীকে । জানাজা শেষে বিকেলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকদের ভাষ্যমতে, তাঁর শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণকারী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন দৃঢ়চেতা রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক প্রভাবশালী রাষ্ট্রনায়ককে হারাল। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।