জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রিয়তমা বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে ‘দেশনেত্রী হয়ে উছেছিলেন’,আজ সেই এক রাজনৈতিক মহাকাব্যের অবসান হল,আজ কোনো বিতর্ক নেই, সমালোচনা নেই, ভিন্নমত নেই,আজ রাজনীতি নীরব, মৃত্যু সব বিভাজনের উর্ধ্বে। আজ আর তিনি কারো প্রতিদ্বন্দ্বী নন, আজ তিনি ইতিহাস, আজ তিনি কেবইল স্মৃতি। তার এই শূন্যতা অস্বীকার করা যায় না।
বেগম খালেদা জিয়ার মৃত্যু তে আমি গভীরভাবে শোক প্রকাশ করে উনার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে প্রার্থনা করছি মহান আল্লাহ যেন উনার সকল আপরাধ ক্ষমা করে দিয়ে উনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন।–আমিন।
