ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর বড়ইচারায় গভীর রাতে দোকানের তালা ভেঙে ১৪ লাখ টাকার ব্যাটারি চুরি

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ৩১, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।।ঈশ্বরদীতে গভীর রাতে একটি ব্যাটারির দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানে থাকা প্রায় ১৪ লাখ টাকার ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরেরা।
৩০ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা হাটে অবস্থিত থ্রি স্টার ব্যাটারি হাউস-এ এ চুরির ঘটনা ঘটে। দোকানের ব্যবসায়িক পার্টনার জামিলুর রহমান সবুজ জানান, মঙ্গলবার রাতের মতো দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। পরদিন বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের সামনের সবগুলো তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান, দোকানে রাখা অধিকাংশ ব্যাটারি নেই। এছাড়া চোরেরা দোকানে স্থাপিত সিসি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে গেছে।
তিনি আরও জানান,চুরির ঘটনায় দোকানের প্রায় ১৪ লাখ টাকার মালামাল খোয়া গেছে। এ বিষয়ে তিনি ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, চুরির ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,সংঘবদ্ধ কোনো চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ইতোমধ্যে অভিযানে নেমেছে।