ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬ টার সময় না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সোয়া ৭টার দিকে জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৬টার দিকে তাকে জানিয়েছেন, ‘আম্মা আর নেই।’এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, খালেদা জিয়া সকাল ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।
খালেদা জিয়ার জানাজা,বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।