ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচন : আজ মনোনয়নপত্র জমার শেষ দিন

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, গতকাল রবিবার বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ২ হাজার ৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র পার্থীরা। দাখিল হয়েছে প্রায় ১০০ কাছাকাছি।
ইসি জানায়,মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ইসি জানিয়েছে,সাধারণত মনোনয়নপত্র জমার শেষ দিনেই সবচেয়ে বেশি দাখিল হয়ে থাকে। এবারও শেষ দিনে জমা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মনোনয়নপত্র জমার সময় প্রার্থীসহ পাঁচজনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। এ সময় মিছিল বা শোডাউন করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।