ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আরো তিন-চার দিন থাকবে কনকনে শীত

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকাসহ দেশজুড়ে জেঁকে বসেছে কনকনে শীত। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা। অনেক অঞ্চলে দেখাও মেলেনি সূর্যের। আরো তিন-চার দিন এমন অবস্থা বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকালে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
নৌপরিবহন মন্ত্রণালয় ২৫ ডিসেম্বর জরুরি বিজ্ঞপ্তিতে ঘন কুয়াশার মধ্যে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়।
সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা উল্লেখ করেছে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, দেশে এখন কোনো শৈত্যপ্রবাহ বইছে না। তবে শৈত্যপ্রবাহ প্রবাহিত হলে শীতের অনুভূতি যেমন থাকে, তেমন শীত অনুভূত হচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া এবং সূর্যের দেখা না পাওয়া যাওয়ায় এমন অনুভূত হচ্ছে।
তিনি আরো বলেন,এখন যে অবস্থা চলছে, তা আরো তিন-চার দিন থাকতে পারে। ১ ও ২ জানুয়ারি তাপমাত্রা একটু বাড়তে পারে। ৬ থেকে ৭ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে।