নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী শহরের জনবহুল এলাকা পোস্ট অফিস মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন—আব্দুল আলীম (২৫) ও সজীব হোসেন (২৭)। রবিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে জনসম্মুখে এ ঘটনা ঘটে।
আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, পোস্ট অফিস মোড়ে অটোরিকশা স্ট্যান্ড করা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা হঠাৎ করে আব্দুল আলীম ও সজীব হোসেনকে লক্ষ্য করে পা ও পেটে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছুরিকাহত দুজন চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় লিখিত এজাহার পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
