ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি এ কে খন্দকারের জীবনাবসান

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২২, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

মুক্তিযুদ্ধের উপ সেনাপতি, সাবেক বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এ কে খন্দকার বীরউত্তম এর জীবনাবসান হয়েছে। তিনি আর নেই; তিনি মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল প্রায় ৯৬ বছর। সাবেক এই এয়ার ভাইস মার্শাল বার্ধক্যজনিত কারণে ২০ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা গেছেন বলে আইএসপিআরের এক বার্তায় জানানো হয়েছে। মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন। পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী হন। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পাঁচ বছর শেখ হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ২০১১ সালে এ কে খন্দকারকে স্বাধীনতা পদক দেয় সরকার।