দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দাশুড়িয়া বারোয়ারী দেবক্রিয়া মন্দিরের অন্যতম পৃষ্টপোষক ও দাশুড়িয়া বাজারের হোমিও ডাক্তার, শ্রী ব্রজ গোপাল সরকার ২১ ডিসেম্বর রবিবার ভোরে ভারতে ছেলের বাসায় পরলোকগমন করেছেন। তাঁর পরলোকগমনে দাশুড়িয়া হাইস্কুল,প্লাটিনাম যুবিলী উদযাপন কমিটি,পুরাতন ছাত্র-ছাত্রী ও দাশুড়িয়া বারোয়ারী দেবক্রিয়া মন্দির কমিটি গভীরভাবে শোকাহত হয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
