ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক মঙ্গলবার

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী বুধবার দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক করার কথা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। সেটি একদিন এগিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) করা হয়েছে।
সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠেয় নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিং বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার পরিবর্তে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট-২), অনুষ্ঠিত হবে।
চিঠিতে আরো বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ব্রিফিং-এ প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি এবং নির্বাচন কমিশনারগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক ব্রিফিং-এ উপস্থিত থাকবেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।