ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

ঈশ্বরদীতে শহীদ হাদির হত্যার প্রতিবাদে ছাত্রশিবির ও ছাত্রজনতার বিক্ষোভ মিছিল

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২০, ২০২৫ ৩:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী প্রতিনিধি ।। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ও দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রশিবির ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে আলহাজ্ব মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একই দাবিতে জুমার নামাজ শেষে শহরের রেলগেট এলাকা থেকে ছাত্রজনতার আরেকটি মিছিল শুরু হয়। মিছিল দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেটে গিয়ে একত্রিত হয়ে পথসভায় রূপ নেয়। এ সময় ‘আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমি কে? তুমি কে? হাদী হাদী’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। মিছিল শেষে রেলগেটে সংক্ষিপ্ত পথসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, ছাত্রশিবির পাবনা জেলা সেক্রেটারি রাকিবুল ইসলাম, সাবেক জেলা সভাপতি ফরিদ হোসেন শেখ, মাহফুজুর রহমান, জেলা প্রকাশনা সম্পাদক আল আমিন, উপজেলা সেক্রেটারি তারিকুজ্জানান তামিম প্রমুখ।
এদিকে ছাত্রজনতার পক্ষ থেকে বক্তব্য রাখেন আসিফুল ইসলাম জারিফ, মীর হুমায়ুন কবির জিহাদ,ইসমাদ্দোহা সোহাগ,আসাদুজ্জামান রকিব, ইব্রাহিম রহমান ও শাহরিয়ার মুনিম সাবিত প্রমুখ।
বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ভিন্নমত দমনের ধারাবাহিক অংশ। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, এই হত্যার মাধ্যমে গণতন্ত্র ও স্বাধীন কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা করা হয়েছে, কিন্তু এ ধরনের হামলা চালিয়ে জনগণের প্রতিবাদ থামানো যাবে না।
সমাবেশে অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে হত্যার রহস্য উদঘাটনের দাবি জানানো হয়। অন্যথায় দেশবাসী রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।