কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে ঈশ্বরদী থানার ডিএসবি ওসি ও এসআই নিহত হয়েছে ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুরের পীরগাছা থানার মৃত নূর মোহাম্মদের ছেলে ওসি মো. মোজাহারুল ইসলাম (৫৩) ও রাজশাহীর তানোর থানার কসিমদ্দিনের ছেলে এএসআই মো. কয়েজ উদ্দিন (৫০)। তারা উভয়েই পাবনার ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিমপাড়ের দিকে আসছিলেন। তারা ব্রিজের পশ্চিম পাড়ে ইউটার্ন নেওয়ার জন্য এসেছিলেন। এ সময় একই দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি কাভার্ডভ্যান পাবনা-কুষ্টিয়া হাইওয়ের লালনশাহ ব্রিজের পশ্চিম পাড়ের টোলপ্লাজা সংলগ্ন স্থানে মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। তারা আরও জানান,দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান দুজন। দুর্ঘটনায় খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ,কুষ্টিয়া চৌড়হাস থানা হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
