পাকশী প্রতিনিধি ।। ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড জামায়াত আয়োজিত এবং জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পাকশীর দিয়াড় বাঘইল ক্লাব মোড়ে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “দেশে আজ ভোটাধিকার,বাকস্বাধীনতা ও আইনের শাসন পদদলিত হয়েছে। জনগণ আজ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না, ভোট দিতে পারে না। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে আমাদের ন্যায়ভিত্তিক, আল্লাহভীতিপূর্ণ ও কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলাম সেই ন্যায় ও সত্যের রাজনীতির প্রতিনিধিত্ব করে।”
তিনি আরও বলেন, “যে রাষ্ট্রে আল্লাহভীতিহীন রাজনীতি চলে, সেখানে অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিস্তার ঘটে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে আমরা এমন এক সমাজ গড়তে চাই—যেখানে প্রতিটি মানুষ ন্যায়, শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা পাবে।”
অধ্যাপক আবু তালেব মন্ডল জোর দিয়ে বলেন, “ইসলামী আন্দোলন কোনো গোষ্ঠীর জন্য নয়—এটি দেশ ও জাতির মুক্তির আন্দোলন। ইসলামী আদর্শভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলেই কেবল এই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও মর্যাদা পাবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আবদুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, উপজেলা আমির অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক,উপজেলা অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, পাকশী ইউনিয়ন আমির মো. ইবনুল কায়সার রাজ ও সেক্রেটারি হাফেজ সানোয়ার হোসেন শাহিন, ছাত্রশিবিরের ঈশ্বরদী উপজেলা সভাপতি সজীব হাসান।
পাকশী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা নান্নুর সভাপতিত্বে সমাবেশে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইন ও মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান,সাহাপুর ইউনিয়ন আমির মাওলানা খোন্দকার সানাউল্লাহ, সেক্রেটারি মো. মাসুম বিল্লাহ,পাকশী ইউনিয়ন প্রচার ও মিডিয়া সেক্রেটারি হাসানুল হক মেজবাহ প্রমুখ। সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মো. আল আমিন।
সমাবেশে পাকশী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, নেতা-কর্মী ও স্থানীয় সূধীবৃন্দরা অংশগ্রহণ করেন।
