ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

উপজেলা যুবদল নেতা অনিকের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প,চক্ষু সেবা,ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১, ২০২৫ ৪:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

দাশুড়িয়া প্রতিনিধি ।। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা,পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন এর দিক-নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীর দাশুড়িয়ায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, চক্ষু সেবা ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর দিনব্যাপী এ সেবামূলক কর্মসূচি চলে দাশুড়িয়া ট্রাফিক মোড় সংলগ্ন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিবুল ইসলাম রকি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মুলাডুলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ,রফিকুল ইসলাম নয়ন, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল হোসেন মোল্লা, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন, উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের মনিরুল ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুল ইসলাম লাকি, যুগ্ম সাধারণ সম্পাদক কালাম খাঁন,দাশুড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি খলিলুর রহমান,সাধারণ সম্পাদক আজিজুল, কৃষক দলের সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদ মন্ডল, দাশুড়িয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জিসান হোসেন প্রমুখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। পাশাপাশি দাশুড়িয়া গোলচত্ত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।