নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শুক্রবার বিকেলে মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন মরহুম হাফিজুল মহলদার স্মৃতি সংঘ ও মিরকামারী ইয়াং স্টার সংঘ ।
প্রাণবন্ত ও মনোমুগ্ধকর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় মিরকামারী ইয়াং স্টার ২-০ গোলে মরহুম হাফিজুল মহলদার স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।
মিরকামারী দিশারী সেবা সংঘের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন।সলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউপি সদস্য ওহিদুজ্জামান ওহিদুল মেম্বারের সভাপতিত্বে এবং সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাসেল মাহমুদের সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার,সলিমপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহমত আলী মণ্ডল, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান,ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক হাসান আলী বিশ্বাস, বিএনপি নেতা আবুল কাশেম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভির হাসান সুমন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম,ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আলম প্রামানিক,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল,যুবদল নেতা আব্দুর রাজ্জাক,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রতনসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
