ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

আর্ন্তজাতিক পরমাণু সপ্তাহ’ উদযাপনে মস্কো যাচ্ছেন দেশের খ্যাতনামা ৬ সাংবাদিক

জয়পত্র ডেস্কঃ
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

‘আর্ন্তজাতিক পরমানু সপ্তাহ’ উদযাপনে রাশিয়া সরকারের আমন্ত্রনে মস্কো যাচ্ছেন এনটিভি ও সমকালের পাবনাস্থ স্টাফ করেসপনডেন্ট এবং পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ দেশের খ্যাতনামা ছয় সাংবাদিক।
অন্য পাঁচজন হলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মহিউদ্দিন নিলয়, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক (সিএনই) মোস্তফা আকমল,সময় টেলিভিশনের আর্ন্তজাতিক ডেস্ক প্রধান ও যুগ্ম বার্তা সস্পাদক মহাম্মদ ওমর ফারুক ইনান, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি হাসান আজাদ ও ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক ও প্রকাশক মোঃ. জাহাঙ্গীর হোসেন।
সোমবার ২২ সকালে সেপ্টেম্বর হযরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এয়ার লাইন্সের বোয়িং বিমানযোগে তারা দুবাই হয়ে মস্কো যাবেন।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর মস্কোর সেন্ট পিটার্সবাগে ‘আর্ন্তজাতিক পরমানু সপ্তাহ’ উৎসব উদযাপন হবে। পরমানু বিজ্ঞানের ৮০ বছর উপলক্ষে রাশিয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয় ও রোসাটম ‘আর্ন্তজাতিক পরমানু সপ্তাহ’ পালনের উদ্যোগ গ্রহণ করেন।
রোসাটম পৃথিবীর বিভিন্ন দেশে পারমানবিক স্থাপনে অভুতপুর্ব সাফল্য দেখিয়েছে। বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ। পারমানবিক যুগে প্রবেশের মধ্যে দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে বলে মনে করা হয়।