ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়া কলেজে একাদশ শ্রেণীর প্রথম দিনের ক্লাস উদ্বোধন

জয়পত্র ডেস্কঃ
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারী নির্দেশনা মোতাবেক একযোগে দেশের সকল কলেজের মতো নাটোরের হয়বতপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম খালেদা জিয়া কলেজে (2025-2026) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম দিনের ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ও হালশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কলেজের নিচতলায় ১০৪ নং কক্ষে অত্যন্ত বর্ণিল ও আড়ম্বরপূর্ণ পরিবেশে নতুন ক্লাসের শুভ উদ্বোধন করেন। অত্র কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী ক্লাসে স্বাগত বক্তব্য রাখেন অধাক্ষ মহোদয় । এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক বিভিন্ন পদকে ভূষিত কবি মোঃ কামাল খা,হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ তালাত মাহমুদ,অর্থনীতি বিভাগের শিক্ষক গোলাপ হোসেন,পরিসংখ্যান বিভাগের শিক্ষক জাহাঙ্গির হোসেন, ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ আব্দুল বাতেন,যুক্তিবিদ্যা বিভাগের শিক্ষক হাবিবুর রহমান,ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক আব্দুল আওয়াল,ব্যবস্থাপনা বিভাগের শিক্ষিকা আরিফা খাতুন,সমাজ কর্ম বিভাগের শিক্ষিকা শামিমা খাতুন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষিকা নাহার খাতুন প্রমুখ ।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক ও দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রধান অতিথি বলেন, আজ থেকে তোমাদের শিক্ষার ক্ষেত্রে নতুন জীবন শুরু হল। এর আগে তোমরা স্কুলে পড়াশোনা করার অবস্থায় একটা গণ্ডির মধ্যে ছিলে। কিন্তু আজ থেকে তোমরা অসীম জ্ঞানের বিশাল সমুদ্রের তীরে উপনীত হয়েছো, এই সমুদ্রকে যারা জয় করতে পারবে তারাই সামনের দিকে এগিয়ে গিয়ে নিজেকে সমৃদ্ধির উচ্চ শিখরে নিয়ে যাবে। এইচএসসি পরীক্ষায় পাস করার পর দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে। যারা ঠিকভাবে পড়াশোনায় মনোযোগী হবেনা, তারা পিছিয়ে পড়বে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন,এই কলেজের শিক্ষার মান উজ্জ্বল করতে হলে তোমাদের সকলকে সঠিকভাবে পড়াশোনায় মনোযোগী হতে হবে। আমি চাইবো তোমরা প্রত্যেকেই আমার সাথে একমত হয়ে পড়াশোনার মাধ্যমে ভালো রেজাল্ট করে কলেজের সুনাম,আমাদের সম্মান এবং সর্বোপরি তোমার বাবা মায়ের মাথা সমাজের বুকে উচু করে তুলতে অগ্রনী ভূমিকা পালন করবে ।
অনুষ্ঠান শেষে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে সকলকে উষ্ণ ফুলেল শুভেচ্ছায় বরন করেন এবং মিষ্ঠি মুখ করান ।কলেজের সর্বত্র ।কলেজের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও নবাগত ছাত্র-ছাত্রীদের পদচারনায় পাখির কলকাকলীর মতো মুখরিত ও ঈদের আনন্দ পরিলক্ষিত হয়।