ঈশ্বরদীর বিভিন্ন স্কুলে স্কুলে চুরির ঘটনায়, সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। রবিবার (২৪ আগষ্ট) দুপুরে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ১৮ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বিদ্যালয় ছুটি দিয়ে সব কক্ষ তালাবদ্ধ করে বাসায় যান। পরদিন সকালে তিনি বিদ্যালয়ে এসে দেখেন, অফিস কক্ষের তালা ভাঙা এবং ভেতর থেকে দুটি ল্যাপটপ চুরি গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
অপরদিকে ঈশ্বরদী পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে টেবিলের তালা ভেঙ্গে নগদ ১0/১২ হাজার নগদ টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল,পরের দিন যা ভিডিও ফুটেজে ধরা পড়ে । ।
পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ঈশ্বরদী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। গত শুক্রবার রাতে ঈশ্বরদীর ইস্তা এলাকা থেকে চক্রের দুই সদস্য—দিনাজপুরের মাতা সাগর এলাকার রনি (২৫) ও নাটোরের দক্ষিণ লালপুর কলোনী এলাকার আসাদুল ইসলামকে (২৪) আটক করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে নাটোরের পুরাতন ঈশ্বরদী এলাকার শামিম মণ্ডলের (২৬) বাড়ি থেকে চুরি হওয়া দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাঁদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি বলেন, সম্প্রতি এলাকায় বেশ কিছু চুরির ঘটনা ঘটলেও প্রায় সব কটির মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে এবং জড়িতদেরও গ্রেপ্তার করা হয়েছে। বাকি ঘটনার তদন্ত চলছে।
