ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  • অন্যান্য

ঈশ্বরদীতে আন্তঃশ্রেনী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জয়পত্র ডেস্কঃ
আগস্ট ২৫, ২০২৫ ৪:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

রবিবার (২৪ আগস্ট) সকালে ঈশ্বরদীর আলহাজ্ব ট্রেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির সহঃঅধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন- খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে। তরুণ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল আরও বলেন, ‘ছাত্রছাত্রীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিয়েই আদর্শ নাগরিক করা যায় না। তাদের খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে হবে। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করে এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে আসতে হবে। আগামী দিনে তারাই হবে দেশের নেতৃত্বদাতা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিরোশিমা ক্রীড়া ও সামাজিক সংস্থার সভাপতি এহসানুল কবির শিমুল এবং পৌর যুবদল নেতা আলী জুবায়ের প্রতিক।
বিদ্যালয়ের আয়োজিত আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহন করে । উদ্বোধনী দিনের খেলায় মাঠজুড়ে ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছেলে শিক্ষার্থীরা ফুটবলে অংশ নেয়,পাশাপাশি মেয়েদের জন্য আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বউচি খেলা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, টুর্নামেন্ট চলবে কয়েকদিন। প্রতিটি শ্রেণির দল লিগ পদ্ধতিতে খেলে ফাইনালে জায়গা করে নেবে। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাওসুস সামাদ মাসুম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।