দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিন গতকাল শনিবার দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মরহুমের জানাজা গতকাল বাদ মাগরিব রাজধানীর ফার্মগেটের মনিপুরিপাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়। গত সপ্তাহে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে একই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। অসুস্থ হওয়ার পর থেকে তিনি নির্বাক ও নিঃসাড় ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাশিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়। এছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাডপ্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল বলেও চিকিৎসকরা জানিয়েছেন।
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ১৯৪২ সালের ১ মার্চ নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ব্যক্তিগত জীবনে আলমগীর মহিউদ্দিন দুই মেয়ের বাবা। তার বড় মেয়ে কানাডায় বসবাস করেন। চার বছর আগে তার স্ত্রী মারা গেছেন। আলমগীর মহিউদ্দিন ২০০৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই নয়া দিগন্তের সম্পাদক ছিলেন। এর আগে তিনি নিউনেশনের সম্পদক ছিলেন। তার আগে তিনি বাংলাদেশ টাইমসের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
জামায়াতের শোক : দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আলমগীর মহিউদ্দিন অবিসংবাদিত সিনিয়র সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার ইন্তেকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল।’ তিনি বলেন, ‘আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। সেইসঙ্গে তার শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
এদিকে আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে পৃথক এক বাণীতে শোক জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এক যৌথ শোকবাণীতে তারা বলেন, ‘মরহুম আলমগীর মহিউদ্দীন ছিলেন গণমাধ্যম জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে পত্রিকা সম্পাদনাসহ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার ক্ষুরধার লেখনী মানুষের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তার মৃত্যুতে আমরা একজন প্রতিথযশা কলমসৈনিক ও বুদ্ধিজীবীকে হারালাম। তার মৃত্যুতে গণমাধ্যম জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজেই পূরণীয় নয়।’ তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।
তথ্য উপদেষ্টার শোক : বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। গতকাল এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তথ্য উপদেষ্টা বলেন, আলমগীর মহিউদ্দিন সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। তিনি সাংবাদিকতা পেশায় অনেকের কাছে অনুসরণীয় ব্যক্তি। তার মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি।
বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক : নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীন। এক শোকবার্তায় তিনি আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সেইসঙ্গে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
