ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
  • অন্যান্য

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালো মা-মেয়েসহ ৩ জন

জয়পত্র ডেস্কঃ
জুন ১২, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে লিচু কিনতে আসা একই পরিবারের দু’সদস্য ও লিচু বিক্রেতার কাভার্ডভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে। ১১ জুন বুধবার সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের মৃত আবেদ আলীর ছেলে (লিচু বিক্রেতা) আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার চক আমহাটি গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মফিজুল ইসলামের স্ত্রী মোছাঃ সুবর্ণা খাতুন (৩২) এবং তাদের কন্যাশিশু পূর্ণতা খাতুন (২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মিরকামারী এলাকায় রাস্তার পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর রহমান। এ সময় মফিজুল ইসলাম তার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে সেখান থেকে লিচু কিনতেছিলেন। হঠাৎ রূপপুর থেকে দাশুড়িয়াগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে সবাই গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান,সুবর্ণা খাতুন ও পূর্ণতাকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় মফিজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত মফিজুল ইসলামের ভাই সিদ্দিক পাটোয়ারী জানান, তার ভাইয়ের শ্বশুরবাড়ি কুষ্টিয়ায়,ঈদ উপলক্ষে পরিবারসহ সেখানে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু কেনার সময় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মুশফিকুর রহমান জানান, ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে,তবে চালক পালিয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।