ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  • অন্যান্য

ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্ট-এলাকাবাসীর সংঘর্ষ রিসোর্ট ভাঙচুর ৩০ জন আহত

জয়পত্র ডেস্কঃ
জুন ১১, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। পারমানবিক নগরী ঈশ্বরদীর জয়নগরে স্বপ্নদ্বীপ রিসোর্টের সামনে প্রধান রাস্তা দখল করে মোটরসাইকেল গ্যারেজ ও গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ৯ জুন সোমবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১টা পর্য়ন্ত প্রায় ৫ ঘন্টা ধরে সংঘর্ষ,হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে । স্বপ্ন দ্বীপে দীর্ঘক্ষন ধরে হামলা চলার খবর পেয়ে সেনাবাহিনী,বিজিবি,র‌্যাব ও পুলিশ আসলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু তার পরেও দফায় দফায় বেশ কয়েকবার হামলা পাল্টা হামলা হয়। প্রশাসনও এক পর্য়ায়ে ব্যর্থ হলে পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে গভীর রাতেই বিষয়টির সাময়িক মীমাংসা করা হয়।
‎‎এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বপ্নদ্বীপ রিসোর্টের ২ নং গেটের সামনে গ্যারেজে গাড়ি পার্কিং নিয়ে স্থানীয় ইউপি সদস্য আশাদুল হক আশা মেম্বারের ছেলে শিশিরের সাথে দায়িত্বরত একজন সিকিউরিটির গার্ডের সাথে বাকবিতন্ডায় হয় । একপর্যায়ে রিসোর্টের অন্যান্য কর্মচারী ও শিশিরের পক্ষে স্থানীয় ছাত্রদল নেতা আল আমিন সহ অন্যান্যরা সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে এগিয়ে গেলে উত্তেজনা চরম আকার ধারন করে । একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা রিসোর্টের ২ নং গেটের সীমানা বেড়া ভাঙ্গচুর করে ভেতরে ঢুকে পড়ে। এসময় ছাত্রদল নেতা আল আমিন সহ রিসোর্টের কয়েকজন কর্মচারী ও এলাকাবাসীর বেশ কজন আহত হলে বিষয়টি নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়।
‎‎তবে ঘটনার দিন মধ্য ‎রাতেই তড়িঘডি করে পাবনা জেলা ছাত্রদলের সহ সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের উপস্থিতিতে সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রিসোর্ট মালিক খাইরুল ইসলামের মামা আতিয়ার রহমান, বিএনপি নেতা আবুল কাশেম,সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুল রহমান মুকুল, ছাত্রদল নেতা আল-আমিন,সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী রঞ্জু,পৌর যুবদলের নেতা লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা করে সাময়িকভাবে মিমাংসা করেন।