ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
  • অন্যান্য

নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু

জয়পত্র ডেস্কঃ
জুন ১০, ২০২৫ ৩:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী পৌর এলাকার ৭ নং ওয়ার্ড আমবাগানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে সোমবার ৯ জুন বিকেলে আসেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক যুবকদের অহংকার জননেতা মোঃ জাকারিয়া পিন্টু।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াসিন আলী জামাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান স্বপন ও শামসুদ্দোহা পিপ্পু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ নান্নু রহমান, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম মামুনুর রশিদ নান্টু, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সেলিম আহমেদ, যুবদল নেতা মাহামুদ হাসান সোনামনি, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি খোরশেদ আলম দিপু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েল। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি।
জাকারিয়া পিন্টু বলেন, ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের অন্ধকার কারাগারে আটকে রেখেছিল। বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের নেতাকর্মীরা যোগ দিয়ে আন্দোলনকে বেগবান করেছিল। গোটা দেশটাকে একটি কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আজকে দেশ স্বাধীন হয়েছে, আমরা হয়েছি মুক্ত। আগামী নির্বাচনে ঈশ্বরদী-আটঘরিয়া আসন ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে। আমরা জেলখানায় নিদারুন কষ্ট করেছি। মানবতর জীবন যাপন করেছি। আমাদের সহকর্মী জেল পার্টনার সেলিম আহমেদের বাবা ও মামা মারা গিয়েছে তাদেরকে সেলিম মাটি দিতে পারেনি। এছাড়া আরও অনেকের আত্মীয় স্বজন মারা গিয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক সহকর্মীরা তাদের বাড়িতে থাকতে পারেননি। পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় অনেকে আহত হয়েছে। আক্রমণের শিকার হয়ে কেউ কেউ মারা গিয়েছে। সকল দ্বিধাদন্ড, মনের কষ্ট ভুলে দলকে এগিয়ে নিতে আপনাদের কাজ করতে হবে। আজ আপনাদের কাছে এসেছি ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। আজ কোন রাজনৈতিক বক্তব্য নয়, আপনাদের সাথে মতবিনিময়, কুশল বিনিময় এবং সাক্ষাৎ করার জন্য এসেছি। দলের ক্লান্তি লগ্নে যারা আমাদের সহযোগিতা করেছে, রাজপথে মিছিল, মিটিং এ শরিক হয়েছে সকলকে ধন্যবাদ জানাই । দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে স্লোগান স্লোগানে।