ঢাকাসোমবার , ২ জুন ২০২৫
  • অন্যান্য

জামায়াতকে বিএনপি কোলে নয়,পেটের ভেতরে নিরাপদে আগলে রেখেছিল —হাবিব

জয়পত্র ডেস্কঃ
জুন ২, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ার দেবোত্তরে কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩১ মে শনিবার বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে।
শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
আটঘরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আতাউর রহমান রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মনোয়ার হোসেন আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জুলফিকার হায়দার রাঙা, শফি উদ্দিন শেখ, পাবনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা শাজাহান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আছিম উদ্দিন, মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ,পৌর বিএনপির সভাপতি আজহার আলী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল বারেক, সদস্য সচিব ময়েজ উদ্দিন, আটঘরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন, পৌর যুব দলের আহ্বায়ক আয়তুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি।
প্রধান অতিথি হাবিব বলেন, বিএনপি’র কোন নেতাকর্মী আল্লাহর কোরআনে আগুন দিতে পারে না। জামায়াতকে বিএনপি এতোকাল কোলে নয়, পেটের ভেতরে নিরাপদে আগলে রেখেছিল। সেই জামায়াত এখন বিএনপির নামে বিষোদগার করছে,মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। জামায়াত ইসলামী নীল নকশা অনুযায়ি আটঘরিয়ায় বিএনপি’র কার্যালয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের রক্তাক্ত করেছে এবং প্রায় শতাধিকমোটরসাইকেল ভাঙচুর করেছে। জামায়াত মুখে ইসলামের কথা বলে ,মানুষের উপর জঙ্গি হামলা করে ,আটঘরিয়ায় তার বাস্তব প্রমাণ। তিনি আরো বলেন,পাবনা জেলা জামায়াতের আমির বলেছেন বিএনপি সন্ত্রাসী দল। জামায়াত আল্লাহর কথা বলে আর মুখে মিথ্যের বুলি আওড়ায়। জামায়াত মিথ্যাচার করে তাদের অফিসে নিজেরাই আগুন দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা কলাপসিবল গেটের তালা ভেঙে উপরে ওঠেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে চলে এসেছিল। জমায়াত বলছে সারারাত ধরে আগুন জ্বলছে।
আওয়ামী লীগ মিথ্যাচার করায় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াত পাকবাহিনীকে সহযোগিতা করেছে। এরা পাক বাহিনীর দোসর। এদেশের মানুষ দেশ বিভাজন কারীদের ক্ষমতায় বসাতে পারেনা। জামায়াত ৯১তে বিএনপির সাথে থাকার পর পদত্যাগ করেছেন। ৯৬ তে আওয়ামী লীগের সাথে জোট বদ্ধ হয়ে নির্বাচন করে মাত্র তিনটি সিট পেয়েছিলেন।
তিনি আরো বলেন, আটঘরিয়ায় ইমাম, মুয়াজ্জিন মসজিদের চাবি নিয়ে গিয়েছিল। সে কারণে ওই মসজিদের মুসল্লিরা নামাজ আদায় করতে পারেনি। মিথ্যাবাদীর পিছনে নামাজ পড়া যায় না। আমি বলেছিলাম আটঘরিয়ায় জামায়াতের ইমাম মুয়াজ্জিনের দরকার নেই। কিন্তু জামায়াত মিথ্যাচার করে গোটা দেশে ঝড় তুলে দিয়েছেন। বিগত সরকার প্রথম আমাকে মিথ্যা মামলায় চার বছর জেল দিয়েছিল। আমাদের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর মার খেয়েছে জেলে গিয়েছে জীবন দিয়েছে। আর জামায়াত আওয়ামী লীগের সাথে আমাদের তুলনা করে। আমার বিরুদ্ধে যত কিছু বলুন সহ্য করে নেব। আল্লাহ ছাড়া এই পৃথিবীর কাউকে আমি ভয় পাই না। কিন্তু বিএনপি সন্ত্রাসী দল এ কথা কখনো মানবো না, প্রতিবাদ করে যাব। এদেশের মানুষ তারেক রহমানকে ভালবাসে, বিশ্বাস করে। বিএনপি’র প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের বাদশাকে নিমের চারা দিয়ে মরুভূমিতে রোপন করেছিলেন। তখন থেকেই সৌদি আরবে আমাদের দেশের শ্রমিকেরা কর্মের জন্য যাওয়া শুরু করেন। পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় ।