ঈশ্বরদীর সলিমপুর ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। সকালে তিনি কলেজে পৌঁছালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঞ্জুমান আরা তাকে স্বাগত জানান । এরপর তিনি কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবন ঘুরে দেখেন। ২২ মে বৃহস্পতিবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগরে অবস্থিত সলিমপুর ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় আবু তালেব মন্ডল বলেন, ‘শিক্ষা হলো জাতি গঠনের প্রধান হাতিয়ার। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও মানসিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে সবার সম্মিলিত প্রয়াস দরকার।’
তিনি আরও বলেন, ‘কলেজের অবকাঠামো ও একাডেমিক পরিবেশ ভালো লেগেছে। শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো করতে হলে নিয়মিত ক্লাস নেওয়া, পরীক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের আন্তরিকতা বাড়াতে হবে।’
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, ওলামা মাশায়েক বিভাগের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ফারুকী, সলিমপুর ইউনিয়ন ওলামা মাশায়েক সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল নোমানী প্রমুখ।
