ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  • অন্যান্য

পাকশী ইউপি চেয়ারম্যান পিন্টু গ্রেফতার

জয়পত্র ডেস্কঃ
মে ১০, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় পলাতক অবস্থায় পাকশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে পাকশীর রুপপুর নলগাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত কোরবান আলীর ছেলে এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ।
ওসি জানান, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তপ্রপ্ত আসামী ছিলেন সাইফুজ্জামান পিন্টু। তিনি পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান থাকায় জনসেবায় যেন কোনভাবেই বিঘ্ন সৃষ্টি না হয় এবং এ হামলার ঘটনায় তার কোন সম্পৃক্ততা ছিল কি না তার চলমান তদন্ত শেষে এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ার কারনে আজ ভোরে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে পুলিশ উপস্থিত হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে নিজ বাড়ির ছাদ থেকে পাশের বাড়ির সানসেটের ভিতরে লুকিয়ে পড়েন। পরে অনেক খোঁজাখুজির পর তাকে পলাতক অবস্থায় সেখান থেকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনি তদন্তপ্রাপ্ত আসামী ছিলেন। তদন্ত শেষে এ ঘটনায় সরাসরি তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই আজ ভোরে আমিসহ থানা পুলিশের একটি চৌকস টিম ওই চেয়ারম্যানের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।