দাশুড়িয়া ইউনিয়নের মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে “অন্তর মানব কল্যাণ সংস্থার” শুভ উদ্বোধন করা হয় । ৯ মে শুক্রবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন,প্রতিবন্ধী হুইল চেয়ার /রিক্সা সহ প্রতিবন্ধীদের হাতে প্রতিবন্ধী সরঞ্জাম তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নিবাহী কর্মকর্তা সুবীর কুমার দাস , ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার,সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
