ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পাবনা জেলা ছাত্রদলের কমিটি ঘোষিত

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ২১, ২০২৫ ২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ছাত্রদলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হলো পাবনা জেলা ছাত্রদলের আগামীর নেতৃত্ব।
সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীদের মধ্য থেকে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলেন,এটা আগামীর নেতৃত্বের জন্য একটি মাইলফলক।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এটা বাস্তবায়িত হয়েছে।আশা করা যাচ্ছে পাবনা জেলা ছাত্রদলের বিচক্ষণ নেতৃত্বে ছাত্রনেতৃত্ব তৈরীর এই ধারাবাহিকতা পৌঁছে যাবে পাবনা জেলার প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাতে।