ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  • অন্যান্য

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াত নেতা তালেব মন্ডলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
মার্চ ২৩, ২০২৫ ১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের ব্যক্তি উদ্যোগ ও আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২০ মার্চ বৃহস্পতিবার আবু তালেব মন্ডলের ঈশ্বরদী পৌর এলাকার ভেলুপাড়াস্থ নিজ বাসভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম সোহেল ও ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্ব মুহুর্তে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জামায়াতের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম,পাবনা জেলা নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন,দারুল আমান ট্রাস্ট পাবনার সেক্রেটারি নেসার আহমেদ নান্নু,পাবনার এনএস আই ডেপুটি ডিরেক্টর তৌফিক হোসেন,পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজুনুর রহমান,পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেহারুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস,মর্জিনা লতিফ ট্রাস্টের মহাসচিব আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের,ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক,পাবনা জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া,পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার,ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদসহ অন্যান্যরা ।
ইফতার মাহফিলে এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা,বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ,রেজাউল করিম ভিপি শাহীন,ঈশ্বরদী নির্বাচন অফিসার আশরাফুল ইসলাম,সমবায় কর্র্মকর্তা মানিক,উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন,আরআরপি গ্রুপের পরিচালক রফিকুল ইসলাম রফিক,ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান,দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,ঈশ্বরদীর সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ,ঈশ্বরদী আটঘরিয়া উপজেলার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতের আমির, সেক্রেটারি,ওয়ার্ড সভাপতি,সাধারন সম্পাদকবৃন্দ,সরকারী কর্মকর্তা,আইনজীবি,শিক্ষক,চিকিৎসক,ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ ইফতার মাহফিলে শরীক হন ।